Top
সর্বশেষ

স্বস্তির আভাস পুঁজিবাজারে

২১ জানুয়ারি, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
স্বস্তির আভাস পুঁজিবাজারে
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৪০১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, দর কমেছে ১৫৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮০ টির।

ডিএসইতে ৪৯৯ কোটি ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ২২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪২৬ কোটি ৯২ হাজার টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫১১ পয়েন্টে।

সিএসইতে ২৮৭ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫ টির দর বেড়েছে, কমেছে ৬১ টির এবং ৩১ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার