Top
সর্বশেষ

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

২২ জানুয়ারি, ২০২৫ ১২:০৫ অপরাহ্ণ
আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

আগৈলঝাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।

ক্রিকেট টুর্নামেন্টে বরিশাল, মাদারিপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন উপজেলার ২১টি দল অংশগ্রহণ করবে। প্রথমদিন উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন বরিশাল একাদশ ও গৈলা লিভারইটি।

এসময় তিনি বলেন, খেলা ধুলা মানুষের মন ও শরীর ভালো রাখে। যুব সমাজের খেলার দিকে মন থাকলে তারা মাদক থেকে দুরে থাকবে। আমাদের সমাজকে ভালো রাখতে হলে এবং মাদক মুক্ত সমাজ গড়তে হলে খেলা ধুলার বিকল্প নাই।খেলা উদ্বোধনপূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি মো.এনায়েত খান মনু।

এসময় বক্তব্য রাখেন আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মল্লিক, আগৈলঝাড়া উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সিনিয় যুগ্ম আহবায়ক শিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, ছাত্রদল নেতা শুভ তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো.হাফিজুর রহমান সোহাগ।

এনজে

শেয়ার