Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১

২৩ জানুয়ারি, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
বিনামূল্যে বিতরণের ৯ হাজার বই জব্দ, আটক ১
শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের কুসুমহাটি বাজার এলাকায় বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ২০২৫ সালের জাতীয় শিক্ষাক্রমের বিনামূল্যে বিতরণের বিভিন্ন শ্রেণির পাঠ্যবই পাচার করা হচ্ছিলো। তবে শেরপুর জেলা কার্যালয়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্টো ড-১১-৮৩৯২ নং ট্রাকে বহনরত অবস্থায় ৯ হাজার পাঠ্যবই জব্দ করেছে শেরপুর সদর থানা পুলিশ।

ওই সময় মোঃ মাইদুল হোসেন (৩৫) নামে এক বই পাচারকারীকে আটক করা হয়েছে।

আটককৃত মাইদুল হোসেন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের জনৈক হারেজ আলীর ছেলে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ওই ট্রাকে বহনরত অবস্থায় জাতীয় শিক্ষাক্রমের ২০২৫ সালের সরকারি ৮ম, ৯ম ও ১০ শ্রেণির বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বিতরণের প্রায় ৯ হাজার পাঠ্যবই কুসুমহাটি বাজার এলাকায় সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এসব পাঠ্যবই জব্দ করেছে। ওইসময় পাঠ্যবই পাচারের সাথে জড়িত থাকার দায়ে মোঃ মাইদুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

এদিকে ট্রাকটির চালক সজল জানিয়েছেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাজার এলাকার সংঘবদ্ধ পাঠ্যবই পাচারকারী দলের সদস্যরা তার ওই ট্রাকটি ঢাকায় বই পাচারের জন্য ভাড়া নেয়। পরে তারা চালানপত্র না দেয়ায় সন্দেহ হলে স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তাকে জানায়। পরে ওই কর্মকর্তার নজরে আসার পর সদর থানার পুলিশ সঙ্গীয় ফোর্সসহ বই গুলো জব্দসহ ওই পাচারকারী দলের সদস্যকে আটক করা হয়।

অপরদিকে বই গুলো জব্দ হওয়ার ঘটনা শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহলের মাঝে ছড়িয়ে পড়লে এমন মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। যেখানে নতুন বছরের জানুয়ারির শুরুতে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্য বই বিতরণের কাজ করছে এমন পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলতে বই পাচারকারীরা সক্রিয় হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শেরপুর সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এনজে

শেয়ার