সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩ হাজার ৯১৬ বারে ৭৫ লাখ ৯৩ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ১৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফনিক্স ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬১ বারে ২ লাখ ৯ হাজার ৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৪০৪ বারে ১০ লাখ ২৩ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–ন্যাশনাল টিউবসের ৪.৯৫ শতাংশ, রানার আটোমোবাইলসের ৪.৮১ শতাংশ, ভ্যানগার্ড রূপালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, ইফাদ অটোসের ৩.৬৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩.৩৯ শতাংশ, ওয়াটা কেমিক্যালেন ৩.৩৯ শতাংশ এবং সিভিও পেট্রোক্যামিক্যালের ৩.৩৫ শতাংশ দর কমেছে।
এসকেএস