Top

শিক্ষার্থীদের বই পড়ে পরীক্ষা দিলেন প্রাথমিকের শিক্ষকরা!

২৯ মার্চ, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
শিক্ষার্থীদের বই পড়ে পরীক্ষা দিলেন প্রাথমিকের শিক্ষকরা!
কুমিল্লা প্রতিনিধি :

প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই পড়ে পরীক্ষায় অংশ নিলেন শিক্ষকরা। কুমিল্লার দেবিদ্বারে প্রাথমিক শিক্ষকদের এমন পরীক্ষা নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। সোমবার (২৯ মার্চ) উপজেলার ১৩ শত শিক্ষক ৮টি ক্লাস্টারে বিভক্ত হয়ে ৮টি কেন্দ্রে উক্ত পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষা অফিস সূত্রে জানা যায়, করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষকদের পাঠদানে ছেদ পড়েছে। শিক্ষার মান যাতে বজায় থাকে সে লক্ষ্যে শিক্ষকদের সকল বিষয়ের বই পড়ে পরীক্ষা দেওয়ার আয়োজন করা হয়েছে। এতে শিক্ষকগণ তাদের নির্দিষ্ট বিষয়ের বাইরে স্কুলে পাঠ্য অন্যান্য বইও পড়ে নিজকে সমৃদ্ধ করার সুযোগ পেয়েছেন।

সহকারী শিক্ষা অফিসার মো. হায়াতুন নবী জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশনায় শিক্ষকদের পাঠদানের মান উন্নয়নে এ বই পড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর পরীবেশে উপজেলার সকল শিক্ষক এতে অংশ নিয়েছেন। শিক্ষকগণ তাদের নির্দিষ্ট বিষয়ের বাইরে সকল বিষয়ে সম্যক জ্ঞান অর্জনে এ পরীক্ষা সহায়ক হবে

শেয়ার