Top

জয়পুরহাট আদালতে ৪৪ কর্মচারীর ২৮জনই ব্রাহ্মণবাড়িয়ার এমন অভিযোগে মানববন্ধন

২১ অক্টোবর, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ
জয়পুরহাট আদালতে ৪৪ কর্মচারীর ২৮জনই ব্রাহ্মণবাড়িয়ার এমন অভিযোগে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধিঃ  জয়পুরহাট আদালতে কর্মচারী নিয়োগে অনিয়ম করে ৪৪জনের মধ্যে ২৮জনেই ব্রাহ্মণবাড়িয়ার এমন অভিযোগে মানববন্ধন করেছে জেলা জাতীয়তাবাদি আইনজীবি ফোরামের নেতাকর্মীরা। সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টায় জয়পুরহাট আদালত চত্বর সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন চলাকালে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট সালামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহনুর রহমান শাহিন, ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনা চৌধুরীসহ অন্যরা।

বক্তব্য বলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সচিব গোলাম সরোয়ার এর নিদের্শে জয়পুরহাটসহ সারাদেশে নিয়ম বহির্ভূতভাবে ব্রাহ্মণবাড়িয়ার লোকজনদের ও তাদের নিকট আত্বীয়দের দূর্নীতি ও অনিয়মের মাধ্যমে নিয়োগ বানিজ্য করেছে বলে প্রদীয়মান। নিয়োগ-বাণিজ্য করে জয়পুরহাটেও আদালতে ৪৪জন কর্মচারীর মধ্যে ২৮জনেই ব্রাহ্মণবাড়িয়ার বলে জানান।

এনজে

শেয়ার