Top

পাওনা ৩০ টাকার জন্য ভ্যানচালককে পিটিয়ে হত্যা

০৪ এপ্রিল, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
পাওনা ৩০ টাকার জন্য ভ্যানচালককে পিটিয়ে হত্যা
যশোর প্রতিনিধি :

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে ৩০ টাকার জন্য শুকুর আলী (৫২) নামের এক ভ্যানচালককে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে গ্যারেজ মিস্ত্রি মাদক সেবনকারী রাজু ওরফে টুট্টু।

শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধোপাদী গ্রামের নতুন পাড়ায় টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে।

নিহত শুকুর আলী ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ার গুচ্ছ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।

নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যার দিকে ধোপাদী গ্রামের নতুনপাড়ার রাজু ওরফে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে গেলে শুকুর আলীর কাছে পাওনা ৩০ টাকা চায়। শুকুর আলী টাকা পরে দিবে বলে জানায়। কিন্তু টুট্টু কোন কথা না শুনে তার গ্যারেজে থাকা ভ্যানগাড়ির রড দিয়ে তার মাথায় উপর্যপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ভ্যানচালক শুকুর আলী। এসময় আশপাশের এলাকাবাসি ও পথচারীরা দ্রুত উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, গ্যারেজ মিস্ত্রি টুট্ট অধিকাংশ সময় নেশাগ্রস্থ থাকত এবং এর আগেও সে বেশ কয়েক জনকে মারধর করেছে। নিহত শুকুর আলীর ৪ ছেলে মেয়ে রয়েছে।

অভয়নগর থানার ওসি মো: মনিরুজ্জামান জানান, হত্যাকারীকে আটকে অভিযান শুরু হয়েছে। নিহতের লাশ সকালে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার