Top

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার পুড়িয়ে ধ্বংস

০৪ এপ্রিল, ২০২১ ৮:৪৩ অপরাহ্ণ
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার পুড়িয়ে ধ্বংস
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর জোতপাড়া যমুনা ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফসানা ইয়াসমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোববার (৪ এপ্রিল) বিকেলে অভিযান পরিচালনা করেন।

ইউএনও এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে জোতপাড়া নৌকা ঘাট এলাকায় রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুইটি ড্রেজার মেশিন ও কিছু পাইপ জব্দ করা হয়।

এসময় বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিযে যাওয়ায় গ্রেফতার করা না গেলেও ড্রেজার মেশিন ও পাইপগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে দক্ষিণ জোতপাড়া গ্রামের আবদুল মতিনকে ৫০ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার