Top

লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় লক্ষাধিক টাকা জরিমানা 

০৬ এপ্রিল, ২০২১ ১২:৫০ অপরাহ্ণ
লকডাউনের প্রথম দিনে সাতক্ষীরায় লক্ষাধিক টাকা জরিমানা 
সাতক্ষীরা প্রতিনিধি :

করোনা সংক্রমণ প্রতিরোধ ও লক ডাউন কার্যকর করণে জেলাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৫ এপ্রিল) প্রথম দিনেই ভ্রাম্যমাণ আদালতের ১২টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৭২ জনকে ১ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

এ সংক্রান্ত জেলা প্রশাসনের প্রেস নোটে বলা হয়েছে, লকডাউন নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশনায় এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয়ে তদারকির জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার