Top

মাগুরায় লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ৬৮ জনকে জরিমানা

০৬ এপ্রিল, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
মাগুরায় লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ৬৮ জনকে জরিমানা
মাগুরা প্রতিনিধি :

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশ অমান্য করায় ৬৮ জনকে জরিমানা ও একজনকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) মাগুরায় লকডাউন চলাকালে মোবাইল কোর্ট পরিচালনার সময় এই জরিমানা ও দন্ড দেওয়া হয়।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, মাগুরা জেলার ৪ টি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে ও মাস্ক বিহীন লোকজনের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে। সরকারের নির্দেশ মোতাবেক জেলার কোথাও কোন গণ পরিবহন চলাচল করছে না এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যে, কাচাবাজার ও ঔষধের দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে।

শহরে ম্যাজিস্ট্রট ও পুলিশ টহল দিচ্ছে। জেলায় সকল প্রকার অফিস আদালত লক ডাউনের আওতায় রয়েছে। রাস্তায় বের হওয়ার পূর্বে মুখে মাক্স পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, বিনা কারণে প্রকাশ্যে রাস্তাঘাটে জটলা, আড্ডা না দেওয়া, নিজের ঘরে অবস্থান করা, বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার ব্যাবহার বা সাবান দিয়ে হাত ধোয়াসহ স্বাস্থসম্মতভাবে চলাফেরা করতে জনগণকে অবহিত করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে ।

শেয়ার