রেডমানি গ্রুপ আয়োজিত ‘আন্তর্জাতিক আইএফএন অনএয়ার রোডশো-২০২১’ অনুষ্ঠানের সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) তৌহিদুল আলম খান।
সোমবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত এবারের রোডশো’র প্রতিপাদ্য ছিল ‘সাহসী নতুন বিশ্ব: বাংলাদেশে ইসলামিক ফিন্যান্স’।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম। এছাড়া এশিয়ার সামগ্রিক ইসলামিক ফিন্যান্স ও ব্যাংকিং সম্পর্কিত একটি উপস্থাপনা দেন মুডি’স ইনভেস্টরস সার্ভিসেস-এর ফিন্যানন্সিয়াল ইন্সটিটিউশনস গ্রুপের বিশ্লেষক টেংফু লি।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে যুক্ত ছিলেন-
ব্লুমাউন্ট ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ড. সালিবা স্যাসিন, বেডফোর্ড রো ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট লেভি, দি ইসলামিক করপোরেশন ফর দি ডেভেলপমেন্ট অব দি প্রাইভেট সেক্টর (আইসিডি), ট্রেজারি’র ভারপ্রাপ্ত পরিচালক ও গ্লোবাল মার্কেটস্ অ্যান্ড ফিক্সড ইনকাম (জিএমএফআই) এর প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা ইকবাল দারেদিয়া, নিউ অরলিন্স বিশ্বিবদ্যালয়ের ইকোনোমিকস্ অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম কবির হাসান এবং ফরম্যাব-এর কনসালটেন্ট নাটালি শুন।