Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সিলেটে করোনায় আরও ২ জনের প্রাণহানি

২৩ এপ্রিল, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
সিলেটে করোনায় আরও ২ জনের প্রাণহানি
সিলেট প্রতিনিধি :

সারাদেশের ন্যায় সিলেটেও থামছে না করোনায় প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে সিলেটে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন সাথে শনাক্ত হয়েছেন ১২৪ জন।

শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১২৪ জন করোনা আক্রান্ত  হয়েছেন। এদের মধ্যে সিলেট জেলার ৯০ জন, সুনামগঞ্জে জেলার ৪ জন,  মৌলভীবাজারে জেলার ৯ জন, হবিগঞ্জে জেলার ১ জন, ওসমানী মেডিক্যালে আরও ২০ জনের করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টার তথ্যসহ সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭২ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮২১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭০২ জন, হবিগঞ্জে ২ হাজার ২৮৫ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৬৪ জনের করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। এরমধ্যে সিলেটের ১৫৭ জন, মৌলভীবাজারের ২৩ জন, সুনামগঞ্জে ৮ জন, আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ১২৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১১ হাজার ৬৯৮ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৫৮৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ১৩ জন, মৌলভীবাজারে ৪ জন।

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৫১ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৬ জন রয়েছেন।

শেয়ার