Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা

২৪ এপ্রিল, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ
পরকীয়া প্রেমিকের পরামর্শে স্বামীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার দামাড়হুদা উপজেলার দর্শনার সাড়াবাড়ি গ্রামে স্বামীকে হত্যা চেষ্টায় ব্যর্থ হয়েছে পরকীয়ায় আসক্ত কাকলী খাতুন। পরকীয়া প্রেমিক মুকুলের পরামর্শেই স্বামী মাসুদকে হত্যার পরিকল্পনা করেছিলেন কাকলী। মাসুদ প্রাণে বেঁচে গেলেও ফেঁসে গেলেন কাকলী ও মুকুল।

জানা গেছে, জীবননগর সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে কাকলী খাতুনের ১০ মাস আগে বিয়ে হয় দর্শনা থানার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া পালপাড়ার কাদিরের ছেলে মাসুদের সাথে। বিয়ের কয়েক মাস পরেই সাড়াবাড়িয়া গ্রামের স্কুলপাড়ার উসমান মোল্লার ছেলে মুকুলের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কাকলীর।

কাকলী জানিয়েছেন, আমার স্বামী মাসুমকে হত্যা করতে পারলে মুকুল বিয়ে করবে আমাকে। তাই মুকুলের সাথে ঘর বাধার স্বপ্নে বিভোর ও পরকীয়ায় মত্ত হয়ে মাসুদকে হত্যার পরিকল্পনা করি। মুকুল দুদিন আগেই ঘুমের ওষুধ কিনে দেয় কাকলীকে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে মাসুদের পানি পিপাসা পেলে স্ত্রীর কাছে পানি চান। এ সুযোগে কাকলী পানিতে ঘুমের ওষুধ ও আগে থেকেই সংগ্রহ করে রাখা স্লোবারবরণ নামক বিষ মিশিয়ে খাইয়ে দেন। এতে মুহূর্তের মধ্যে মাসুদের বিষক্রিয়া শুরু হয়। ঘুমে লুটিয়ে পড়েন মাসুম। ঘুমন্ত অবস্থায় বমি করতে শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে পরিবারের সদস্যরা মাসুদকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ভর্তি করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চিকিৎসকরা শরীর থেকে বিষ ওয়াশ করে।

হাসপাতালের চিকিৎসক মাহবুবুর রহমান বলেন, মাসুদ এখনও আশঙ্কামুক্ত নয়। আগামী ৭ দিন না পেরুলে ঝুঁকিমুক্ত হতে পারবে না মাসুদ। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন পরকীয়া প্রেমিক মুকুল। এদিকে পরিবারের সদস্যরা কাকলীকে আটক করে সোপর্দ করেছে দর্শনা থানা পুলিশে। মাসুদের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকালই কাকলী ও মুকুলের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান কাজল জানান, মুকুলকে গ্রেফতারে পুলিশি জাল বিস্তার করা হয়েছে। অচিরেই গ্রেফতার করা হবে অভিযুক্ত পরিকল্পনাকারী পরকীয়া প্রেমিক মুকুলকে।

শেয়ার