Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা নির্মাণে অনিয়ম, গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ

২৪ এপ্রিল, ২০২১ ১:৩৭ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার জীবননগরে রাস্তা নির্মাণে অনিয়ম, গ্রামবাসীর বাধায় কাজ বন্ধ
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা সড়ক উন্নয়ন কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

৩৩লক্ষ ৭৮হাজার ২০৭টাকা ব্যায়ে জীবননগর উপজেলার কে,ডি,কে ইউনিয়নের অর্ন্তভুক্ত পেয়ারাতলা থেকে খয়েরহুদা হাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। কাজের শুরু থেকেই নাম্বারবিহীন ইট, আর বালির পরিবর্তে মাটি ব্যবহার করাসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার ঠিকাদার প্রতিষ্ঠান বাপ্পি এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

সিডিউল অনুযায়ী রাস্তার কাজ করার জন্য গ্রামবাসী একাধিকবার বলা সত্ত্বেও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তারা কোনো কর্ণপাত না করে গায়ের জোর আর সাধারণ মানুষকে বিভিন্ন নেতাকর্মীর নাম ভাঙ্গিয়ে হুমকি ধমকি প্রদান করে রাস্তার কাজ করে চলেছে। অবশেষে গতকাল বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় খয়েরহুদা গ্রামবাসী একত্রিত হয়ে সিডিউল অনুযায়ী কাজ না করায় রাস্তার সমস্ত কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়।

স্থানীয় একাধীক ব্যাক্তি অভিযোগ করে বলেন, আমাদের এই রাস্তাটি দীর্ঘ দিনের চাওয়া ছিল সেটি চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজগার টগর পূরণ করে দিয়েছে। কিন্তু রাস্তার কাজে প্রথম দিন থেকেই চরম অনিয়ম করা হচ্ছে। রাস্তায় মাটি ভর্তি বালি, নাম্বার বিহীন ইট যে অনুযায়ী পানি দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না, শুধু তাই নয় রাস্তাটি অনেক আগে উদ্বোধন হয়েছে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান একদিন বালি, একদিন ইট নিয়ে রাস্তা খুড়ে ফেলে রাখছে। এখন ধান কাটার মৌসুম এই রাস্তা দিয়ে ধান আনা অনেক কষ্ট হয়ে যাচ্ছে।

কেডিকে ইউনিয়নের ৯নং ওর্য়াড মেম্বার আবুল কালাম আযাদ ঝন্টু বলেন, পেয়ারাতলা থেকে খয়েরহুদা হাট সড়কের কাজে চরম অনিয়ম করা হচ্ছে আমি ঠিকাদার প্রতিষ্ঠানের যারা আছে তাদেরকে একাধীকবার বলেছি তারা বলে আগামী দিন ঠিক করে দেব এই বলে তারা দিন শেষ করছে। তারা তাদের ইচ্ছামত রাস্তার কাজ করে যাচ্ছে।

ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বরত ইকরামুল হক বলেন, আমরা সিডিউল অনুযায়ী কাজ করে যাচ্ছি, মাঝে কিছু বালির সমস্যা ছিল সেই বালি বাদ দিয়ে অন্য বালি দিয়েছি তা ছাড়া ভালো ইট দিচ্ছি। গ্রামবাসী যে অভিযোগ করছে এটা সঠিক না।

জীবননগর উপজেলার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, পেয়ারতলা থেকে খয়েরহুদা সড়ক উন্নয়ন কাজে যে অনিয়ম করা হচ্ছে এ বিষয়টা আমার জানা নেই, এখনও পর্যন্ত আমরা অনিয়মের কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত পূর্বক ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার