Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

মাদারীপুরে গম চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম

২৪ এপ্রিল, ২০২১ ৩:০৮ অপরাহ্ণ
মাদারীপুরে গম চাষে লক্ষ্যমাত্রা অতিক্রম
মাদারীপুর প্রতিনিধি :

মাদারীপুরে এবার ব্যাপক গম চাষ হয়েছে। চলতি বছর চাল ও আটার দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাবার ফলে জেলার চারটি উপজেলায় গম আবাদ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

মাদারীপুর জেলার বিভিন্ন হাট- বাজারে গিয়ে ব্যবসায়ীদের সাথে আলাপ করে জানা গেছে, গত চার মাসে আটার দাম ছয় বার রেড়েছে। বিগত চার মাস আগে বাজারে প্রতি কেজি আটার দাম ছিল ২২ টাকা। তারপর হঠাৎ করে দাম বৃদ্ধি পেতে পেতে এখন এক কেজি আটা ৩৩ টাকা দরে বিক্রি হচ্ছে। আটার এ অস্বাভাবিক মূল্য বৃ্দ্ধির ফলে এখানকার কৃষকের মধ্য গম চাষের আগ্রহ সৃষ্টি হয়।

মাদারীপুর জেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছর জেলায় ৫৫৫৫ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্য মাদারীপুর সদর ১৭০০ হেক্টর, কালকিনি ৮০০ হেক্টর, রাজৈর ১৩০০ হেক্টর ও শিবচর উপজেলা ১৭৫৫ হেক্টর। তবে এ বছর আটা বা গমের প্রচুর চাহিদা থাকায় জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা অতিক্রম করে চুড়ান্তভাবে ৫৬৫০ হেক্টর জমিতে গম আবাদ হয়।

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জ গ্রামের গম চাষি আছমত বয়াতি (৭০) জানান, গম চাষে তেমন কোন খরচ নাই। একবার সেচ দিতে পারলে ভালো ফলন পাওয়া যায়। সেচ দেওয়ার কারণে আমার জমিতে গমের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা (৬৩ শতাংশ ) জমিতে ১০ মন গম উৎপাদন হয়েছে। বাজারে বর্তমান প্রতি মন নতুন গম এক হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

এই এলাকার কালাচাদঁ মুন্সী(৪০) এবার গম আবাদ করে বাম্পার ফলন পেয়েছেন। তারও বিঘা প্রতি ১০ মন করে গম উৎপাদন হয়।

মাদারীপুর শহরের একজন আটা ব্যবসায়ী জানান, খাদ্য হিসাবে আটার বহুমুখি ব্যবহারের কারণে প্রতিনিয়ত এর চাহিদা বাড়ছে। মাছের খামারে ও গরুর খামারে আটা ও এর ভূষি খুবই দরকারি। এছাড়া এ এলাকার  প্রতিটি পরিবারের অনেক সদস্য রাতে ভাতের বদলে রুটি খেয়ে থাকে। তাছাড়া আটা দিয়ে বড়া,  চলটা, সই পিঠা, কাটা পিঠাসহ বিভিন্ন ধরনের তেলের পিঠা তৈরি হয়ে থাকে।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, এবার জেলার চারটি উপজেলায় গমের বাম্পার উৎপাদন হয়েছে। বাজারে গমের দাম ভালো থাকায় কৃষকরা লাভবান হবে।

শেয়ার