Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

চুয়াডাঙ্গায় নতুন করে করোনায় আক্রান্ত ১ জন, সুস্থ হয়েছেন ১৩ জন

২৫ এপ্রিল, ২০২১ ৩:০৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় নতুন করে করোনায় আক্রান্ত ১ জন, সুস্থ হয়েছেন ১৩ জন
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় ৩ জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের কবরী রোডের বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮শ ৪৯ জন। সুস্থ হয়েছেন আরও ১৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১ হাজার ৬শ ৯৫ জন। শনিবার নতুন ২৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ১শ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৬৭ জন, আলমডাঙ্গা উপজেলায় ৯ জন, দামুড়হুদা উপজেলায় ১৩ জন ও জীবননগর উপজেলার ১১ জন। গত শুক্রবার যে ৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হন তার মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৩ জনের একজন বদরগঞ্জের, একজন কোটপাড়ার ও একজন পোস্ট অফিসপাড়ার বাসিন্দা। দামুড়হুদা উপজেলার ৩ জনের মধ্যে একজন দর্শনার, একজন দক্ষিণ চাঁদপুরের, একজন তারানীপুরের। একজন গোপালনগরে বাসিন্দা। বৃহস্পতিবা যে ৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হন তার মধ্যে চুয়াডাঙ্গা জেলা সদরের বাগানপাড়ার ১ জন, মুন্সীপাড়ার ২ জন, আলমডাঙ্গা উপজেলার মাদারাসাপাড়ার একজন ও একজন আলমডাঙ্গা কলেজপাড়ার।

বর্তমানে চুয়াডাঙ্গায় সক্রিয় ১শ জন রোগীর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬৭ জন। এর মধ্যে হাসপাতালে ৪ জন, বাড়িতে ৫৯ জন ও রেফার রয়েছেন ৪ জন। আলমডাঙ্গা উপজেলার ৯ জনের মধ্যে একেজন হাসপাতালে ৮ জন বাড়িতে, দামুড়হুদা উপজেলার ১৩ জনের মধ্যে একজন হাসপাতালে ১২ জন বাড়িতে, জীবননগর উপজেলার ১১ জনের মধ্যে একজন হাসপাতালে একজন রেফার রয়েছেন ও বাড়িতে রয়েছেন ৯ জন।

বেসরকারি হিসেবে করোনা ভাইরাসে চুয়াডাঙ্গার মৃতের সংখ্যা ৫৭ জন।

শেয়ার