Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

২৮ এপ্রিল, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়
কুষ্টিয়া প্রতিনিধি :

অনাবৃষ্টি ও অতি খরা থেকে বাঁচতে এক ফোঁটা বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের মানুষ।

বুধবার (২৮ এপ্রিল) বেলা সোয়া ১০ টার সময় খরেলার বিলে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে সাড়ে তিন শতাধিক গ্রামবাসী অংশ নেন। নামাজ পরিচালনা করেন চৌরঙ্গী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জুবায়ের। নামাজের পর খুৎবা পাঠ শেষে দোয়া পরিচালনা করেন তিনি।

নামাজ শেষে ইমাম জুবায়ের বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌছে গেছে। এতে আল্লাহতায়ালা মানুষের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে মানুষ, জীব জন্তু,পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় পড়েছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাপ চেয়ে কান্না কাটি করে ইস্তিসকার নামাজ আদায় করেছি। বৃষ্টির জন্য শুক্রবার পর্যন্ত প্রতিদিন তারা এই নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন।

শেয়ার