Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

সিরাজগঞ্জে অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন পুলিশ সুপার

২৯ এপ্রিল, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন পুলিশ সুপার
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গোপালপুর নতুনপাড়া গ্রামের অসহায় এক পরিবারকে সেলাই মেশিন দিলেন পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম। বৃহস্প্রতিবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেলাই মেশিন প্রদান করেছেন তিনি। এ সেলাই মেশিন গ্রহণ করে ওই অসহায় পরিবারের মেয়ে স্কুল ছাত্রী সুরাইয়া।

মানুষ মানুষের জন্য। এমন প্রবাদ বাস্তবায়ন করেছেন মানবতার সেবা দানকারী পুলিশ সুপার। এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের অন্যতম বন্ধু এবং অপরাধ দমনসহ মানবতার সেবামূলক কাজ করে থাকেন। দেশের যেকোন দুর্যোগ মুহূর্তে ও অসহায় মানুষের সবসময় পাশে দাঁড়ায়। পুলিশের এ মানবতার সেবা অব্যাহত থাকবে। এজন্য তিনি অসহায় মানুষের খোঁজ খবর রাখতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম (সদর), ওসি বাহাউদ্দিন ফারুকী, ওসি গোলাম মোস্তফা, ডিআইও-১ মিজানুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল কাদের খানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

অতিসম্প্রতি ওই গ্রামের অসহায় বৃদ্ধ আকতারুজ্জামান তেল বিক্রি করে কষ্টে সংসার চালান। এ সংসারে তার স্ত্রী সাজেদা তাঁতী বাড়িতে সুতা তোলার কাজ করেন। তার ৯ম ও ৬ষ্ঠ শ্রেণিতে পড়া সিয়াম ও সুরাইয়া স্থানীয় হাই স্কুলে লেখাপড়া করে। তেল বিক্রি ও সুতা তোলে এ অগ্নিবাজারে ছেলে মেয়ের লেখাপড়া ও সংসার চালাতে হিমশিম খেতে হয় ওই দম্পত্তিকে। এমন অসহায় পরিবারের জন্য তার এক ভাগ্নে ফেইসবুকে স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসে ওই পরিবারকে একটি সেলাই মেশিনের আবেদন করা হয়। এমন স্ট্যাটাসটি পুলিশ সুপারের নজরে আসে এবং এ বিষয়টি তদন্তের জন্য জন্য বেলকুচি থানার ওসিকে নির্দেশ দেন।

তদন্ত শেষে ওই অসহায় পরিবারকে সেলাই মেশিনটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এরআগেও আইজিপি ও ডিআইজির নির্দেশনায় পুলিশ সুপার হাসিবুল আলম মানবতার সেবায় অসহায় পরিবারকে কয়েকটি গরু প্রদান করেছেন।

শেয়ার