Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ডিবির হাতে আটকের পর হাসপাতালে আসামির মৃত্যু

৩০ এপ্রিল, ২০২১ ৪:৫৫ অপরাহ্ণ
ডিবির হাতে আটকের পর হাসপাতালে আসামির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির হাতে আটক সানাউল হক বিশ্বাস (৫০) নামে মাদক মামলার পলাতক এক আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সানাউল হক বিশ্বাস জেলার ভোলাহাট উপজেলার চাঁনশিকারি গ্রামের মৃত মুর্শেদ আলী বিশ্বাসের ছেলে।

জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব ডিবি পুলিশের হাতে আটক সানাউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, গত ১৪ এপ্রিল পুলিশ সানাউল হকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। সেই মামলার পলাতক আসামি ছিলো সে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশেই একটি আম বাগানে সে সহ কয়েকজন বসে ছিলো। এসময় ডিবির টিম দেখে তারা দৌড় দেয়। অন্যরা পালিয়ে গেলেও ডিবির টিম ধাওয়া দিয়ে সানাউলকে ধরে ফেলে। ধরা পড়ার পর পরেই সে বুকে ব্যাথা অনুভুত হওয়ার কথা জানায়। ডিবির টিম দ্রুত তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতলে রেফার্ড করে।

এরপর রাত পৌনে ১১টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যায় সানাউল হক বিশ্বাস। তিনি জানান, চিকিৎসকদের ধারনা হার্টের সমস্যার কারণে তার মৃত্যু হতে পারে। শুক্রবার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে লাশের সুরতহালের সময় একজন নির্বাহী ম্যাজিষ্টেট উপস্থিত ছিলেন। মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানান পুলিশ সুপার।

শেয়ার