Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

দৌলত‌দিয়ায় জেলের জালে ১৯ কেজি ওজনের কাতল মাছ

৩০ এপ্রিল, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
দৌলত‌দিয়ায় জেলের জালে ১৯ কেজি ওজনের কাতল মাছ
মিঠুন গোস্বামী :

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রায় প্র‌তি‌দিনই ধরা পড়‌ছে বি‌ভিন্ন প্রজা‌তির বড় বড় মাছ। এ‌তে খু‌শি জে‌লে ও দৌলত‌দিয়া ঘা‌টের মাছ ব্যবসায়ীরা।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে উপ‌জেলার দৌলত‌দিয়া ফেরি ঘা‌টের অদু‌রের পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিপ্লব হলদা‌র না‌মের এক জে‌লের জালে ধরা প‌ড়ে‌ছে ১৯ কে‌জি ওজ‌নের এক কাতল।

পড়ে মাছ‌টি ওই জে‌লে দৌলত‌দিয়া ঘা‌টের মোঃ কেসমত মোল্লার আড়‌তে বি‌ক্রি কর‌তে আন‌লে ডা‌কের মাধ্য‌মে একটু লা‌ভের আশায় ১ হাজার ৪শ টাকা কে‌জি দ‌রে ২৬ হাজার ৬শ টাকায় মাছ কি‌নে নেন ঘা‌টের মাছ ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা। প‌ড়ে তি‌নি মাছ‌টি র‌শি দি‌য়ে ফে‌রি ঘা‌টের পন্টু‌নের স‌ঙ্গে বেঁ‌ধে রা‌খেন। এ সময় মাছ‌টি এক নজর দেখ‌তে ভীড় ক‌রেন স্থানীয় উৎসুক জনগণ।

মাছ ব্যাবসায়ী মোঃ চান্দু মোল্লা বলেন, সকা‌লে দৌলত‌দিয়া ফে‌রি ঘা‌টের অদু‌রের পদ্মা ও যমুনার মোহনায় বিপ্লব হলদার জাল ফেলে। এ সময় তার জালে বড় ওই কাতল মাছটি ধরা পড়ে। পরে দৌলত‌দিয়া ঘা‌টের আড়তে বি‌ক্রি কর‌তে আন‌লে ডাকের মাধ্যমে ১ হাজার ৪শ টাকা কেজি দরে ২৬ হাজার ৬শ টাকায় মাছ‌টি কিনে ১ হাজার ৫শ টাকা কে‌জি দ‌রে সা‌ড়ে ২৮ হাজার টাকায় ঢাকায় বি‌ক্রি ক‌রেছেন। এখন প্রায় নদী‌তে বড় বড় মাছ ধরা পড়‌ছে।

শেয়ার