Top

২৫১ রানে অলআউট বাংলাদেশ

০১ মে, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
২৫১ রানে অলআউট বাংলাদেশ

ক্যান্ডি টেস্টের দৃশ্যপটে বাংলাদেশ ক্যাম্পের হতাশার ছবি। প্রবীণ জয়াবিক্রমার ঘূর্ণিতে দিশেহারা বাংলাদেশ প্রথম ইনিংসে গুটিয়ে গেছে ২৫১ রানে। ফলে ফলোঅন এড়াতে পারেনি। যদিও সফরকারীদের ফলোঅন না করিয়ে ২৪২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে।

ক্যারিয়ারসেরা বোলিংয়ে জয়াবিক্রমা ৯২ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশকে ধসিয়ে দিতে ২টি করে উইকেট শিকার রমেশ মেন্ডিস ও সুরঙ্গা লাকমালের। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে, বিশেষ করে জয়াবিক্রমার ঘূর্ণিতে ভেঙে পড়ে মিডল ও লোয়ার অর্ডার। মুমিনুল হকের বিদায়ের পর একে একে ব্যর্থতার মিছিলে যোগ দেন লিটন দাস (৮), মেহেদী হাসান মিরাজ (১৬), তাইজুল ইসলাম (৯), তাসকিন আহমেদ (০) ও শরিফুল ইসলাম (০)।

শেয়ার