Top

শেরপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘সাইলেন্ট বুক রিডিং’

১৯ জানুয়ারি, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
শেরপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘সাইলেন্ট বুক রিডিং’
হাফিজুর রহমান লাভলু, শেরপুর :

ইন্টারনেট ও ফেইসবুকের যুগে যখন দেশের তরুণ সমাজ বুদ হয়ে থাকে নেতিবাচক নেশায় ঠিক তখনই শেরপুরে একদল তরুণ লেখক জ্ঞানের আলো ছড়াচ্ছেন ‘সাইলেন্ট বুক রিডিং’ এর কাগজের বই পড়ার মাধ্যমে। ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন ‘শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদ’ নামে একটি সংগঠন।

প্রায় একমাস আগে গঠিত এ সংগঠনের সভাপতি রাহাতুল ইসলাম জানায়, সাহিত্যকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং শহরের বিভিন্ন পার্কে অযাচিত আড্ডা ও অসামাজিক কাজ বন্ধের লক্ষ্যে, যারা শহরের বিভিন্ন পার্ক ও বেড়ানোর স্থানে ইন্টারনেট ও এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে নেতিবাচক সব কর্মকাণ্ডে লিপ্ত হয়ে থাকে তাদেরকে এসব নেতিবাচক কর্মকান্ড থেকে ফিরিয়ে আনতে এবং জ্ঞানচর্চার পথে ধাবিত করতে কাগজের বইকে তাদের হাতে তুলে দিয়ে সমাজকে দূষণমুক্ত করার। সেই চিন্তা থেকেই গত ২৭ ডিসেম্বর থেকে প্রাথমিকভাবে শেরপুর শহরের ডিসি উদ্যান এ মুক্ত স্থানে প্রায় চার শতাধিক বই নিয়ে শুরু করা হয়েছে ‘সাইলেন্ট বুক রিডিং’ এর কার্যক্রম। বইগুলো বস্তা ভরে এনে উদ্যানের একটি বেঞ্চের ওপর সাজিয়ে রেখে দেওয়া হয় এবং সন্ধ্যার মধ্যে বইগুলো আবার উঠিয়ে নেওয়া হয়। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ ‘সাইলেন্ট বুক রিডিং’ এর কার্যক্রম চালানো হয়।

এ সময় ডিসি উদ্যানে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশেষ করে তরুণ সমাজ এই সাইলেন্ট বুক রিডিং এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। গত এক মাসে এই উদ্যানে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ জন পাঠক বই নিয়ে আশপাশের বিভিন্ন বসার স্থানে বসে বইগুলো পড়ে আবার ফেরত দিয়েছে। গত এক মাসে দুই শতাধিক এর বেশি পাঠক এই উদ্যানে এসে বই পড়েছে। আবার আমাদের সংগঠনের সদস্য এবং সদস্য ছাড়া প্রায় ৬০ জন পাঠক বাড়িতে পড়ার জন্য বই নিয়ে গেছে । এসব বই বাড়িতে পড়ে আবার কেউ কেউ ফেরত দিয়ে গেছে। আগামীতে আমরা শহরের অন্যান্য পার্ক এবং বেড়ানোর স্পটগুলোতে এই সাইলেন্ট বুক রিডিং কার্যক্রম চালু করার চিন্তাভাবনা করছি।

ডিসি উদ্যানে বেড়াতে আসা শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী সাইমা জাহান ছোঁয়া জানায়, বই পড়তে আমার খুব ভালো লাগে। বাসায় পাঠ্য বইয়ের পাশাপাশি প্রচুর বই পড়ি। আমি ইতিমধ্যে এখান থেকে বেশ কিছু বই বাড়িতে নিয়ে গিয়ে পড়ে আবার ফেরত দিয়েছি। আজকেও একটি বই নিলাম। ইতিমধ্যে যেসব বই নিয়ে পড়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘মায়া মৃগ’, ‘কোথাও কেউ নেই’ এবং ‘কৃষ্ণপক্ষ’।

শেরপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী রোহান জানায়, উদ্যোগটি চমৎকার। আমি লাইব্রেরী থেকে এবং কলেজের লাইব্রেরি থেকেও বই সংগ্রহ করে বাসায় নিয়ে পড়ে থাকি। এখানে মাঝে মাঝে বেড়াতে আসি এবং বেড়াতে এসে দেখলাম এখানে বাড়িতে নিয়ে বই পড়ার ব্যবস্থা রয়েছে তাই আমি আজ দুটি বই নিলাম। ইসলামী জ্ঞানভিত্তিক বই দুটি হলো, ‘যে আফসোস রয়েই যাবে’, ও ‘গল্পে আঁকা মহীয়সী খাদেজা’।

এই ‘সাইলেন্ট বুক রিডিং’ এ গত এক মাস যাবত সভাপতি রাহাতুল ইসলাম এবং সহ-সভাপতি সাদেকা তাবাসুম নিয়মিতভাবে এই বুক রিডিং এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে সংগঠনের অন্যান্য সদস্যও এ কাজ করে যাবেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি রাহাতুল ইসলাম জানায়, প্রতি সপ্তাহে দুইবার বইগুলো আনা নেওয়া একটু সমস্যা আমরা জেলা প্রশাসকের কাছে এই উদ্যানে একটি স্থায়ী বুক কর্নার বা বুক সেলফ চেয়েছি। এই সেলফ হলে বইগুলো টানাহিচড়া করার ঝামেলা থাকবে না।

এম জি

শেয়ার