Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ফেনীতে বৃষ্টির জন্য কান্না

০১ মে, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
ফেনীতে বৃষ্টির জন্য কান্না
ফেনী প্রতিনিধি :

ফেনীতে বৃষ্টির প্রার্থনা করে খোলা মাঠে ইস্তিসকার নামাজ আদায় করে দুই হাত তুলে আল্লার কাছে কান্নাকাটি করেন বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।

শনিবার (১ মে) সকাল ১০টার দিকে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন সোনাগাজী ওলামা বাজার দারুল উলুম হোসাইননিয়া মাদ্রাসার শাাইখুল হাদিস ও মহাপরিচালক আল্লামা নুরুল ইসলাম আদিব।

আল্লামা নুরুল ইসলাম আদিব বলেন, মানুষ তার পাপের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এতে আল্লাহ তায়ালা মানুষের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে মানুষ, জীবজন্তু, পশুপাখিসহ সব প্রাণী অনাবৃষ্টি ও অতিখরায় ভুগছে। তাই এ অবস্থা থেকে উত্তোরণের জন্য বৃষ্টির আশায় আমরা মহান আল্লাহপাকের দরবারে মাফ চেয়ে কান্নাকাটি করে নামাজ আদায় করেছি।

স্থানীয় ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন জানান, তীব্র দাবদাহে মানুষের জীবন নাভিশ্বাস উঠেছে। শুধু মানুষ নয়, এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুনছে পশুপাখিরাও। তবে বৃষ্টিতো হচ্ছেই না, উল্টো প্রতিদিন তাপমাত্রা বেড়েই চলেছে। এমতাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজের আয়োজন করি।

এতে আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করে বৃষ্টির পানিতে তার জমিনকে সতেজ করে তোলবেন এমটিই প্রত্যাশা সকলের।

শেয়ার