Top

ইতিহাস গড়ার তাড়ায় শুরুতেই তামিম আউট

০২ মে, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
ইতিহাস গড়ার তাড়ায় শুরুতেই তামিম আউট

আগের দিন ২৪২ রানে এগিয়েছিল শ্রীলংকা। আজ তরিঘরি করে দলটি যোগ করেছে আরো ১৯৪ রান। সে হিসেবে ৪৩৬ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। অর্থাৎ পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে জয় পেতে হলে ৪৩৭ রান করতে হবে বাংলাদেশকে।

পরিসংখ্যান বলছে হাতে দেড়দিন থাকলেও এ দুসাধ্য, প্রায় অসম্ভব। কারণ ইতিহাস গড়ে জিততে হবে বাংলাদেশকে।

টেস্ট ইতিহাসেই এত রান তাড়া করে জয়ের কোনো নজির নেই। এর এই পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থা বেশ নাজুক। কখনও ২১৫ রানের বেশি তাড়া করেও জিততে পারেনি টাইগাররা। দেশের বাইরে চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২৮২ রান।

আর সেখানে লক্ষ্য ৪৩৭, তা আকাশ থেকে চাঁদ-তারা পেড়ে দেওয়ার বায়নার মতো শোনাচ্ছে।

আর সেই ইতিহাস গড়ার তাড়ায় দলীয় ৩০ রানের মাথায় ওপেনার তামিমকে হারাল বাংলাদেশ। ৩০ রানের মধ্যে তামিমেরই ২৪ রান। তিনটি বাউন্ডারি আর ১টি ছক্কাও হাঁকিয়েছেন তিনি।

ব্যাট হাতে নেমেই ওয়ানডে মেজাজে খেলছিলেন তামিম। অষ্টম ওভারে মেন্ডিসের ডেলিভারিতে ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন তামিম।

তার ওপর চারদিনের উইকেটে ক্ষতের অভাব নেই। স্পিন ধরছে ভালোই। তাতে লংকান স্পিনাররা কত তাড়াতাড়ি বাংলাদেশকে গুটিয়ে ফেলে সেই আশংকায় ভুগছে টাইগার সমর্থকরা।

অনেকের মতে, এখন প্রকৃতিই কেবল উদ্ধার করতে পারে বাংলাদেশকে। অবশ্য সেই লক্ষ্য পূরণে লঙ্কান ব্যাটসম্যানদের মতোই ঝড়ো ব্যাটিং করে যাচ্ছেন ওপেনার তামিম ইকবাল।

তামিমের আউটের পর ব্যাট হাতে নেমেছেন গত দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়া নাজমুল হোসেন শান্ত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৬ রান। ৩৭ বলে ২৪ রানে অপরাজিত ওপেনার সাইফ হাসান। অপরপ্রান্তে ১০ বল খেলে ৮ রান করেছেন শান্ত।

শেয়ার