Top
সর্বশেষ

আজ বিশ্ব নদী দিবস

২৭ সেপ্টেম্বর, ২০২০ ৯:৫১ পূর্বাহ্ণ
আজ বিশ্ব নদী দিবস
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস। নদী রক্ষায় বাংলাদেশসহ ৮০টির বেশি দেশে দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য, ভাইরাসমুক্ত বিশ্বের জন্য চাই দূষণমুক্ত নদী। এবার নদী দিবসে সারা বিশ্বে প্রায় ১ হাজার কর্মসূচি পালিত হচ্ছে।

১৯৮০ সাল থেকে প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রবিবার বিশ্ব নদী দিবস হিসেবে পালন করতে শুরু করে কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি। যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল বিসি রিভারস ডে পালন দিয়ে।

২০০৫ সালে জাতিসংঘ নদী রক্ষায় জনসচেতনতা তৈরি করতে ‘জীবনের জন্য জল দশক’ ঘোষণা করে। একে সমর্থন জানিয়ে জাতিসংঘের বিভিন্ন সহযোগী সংস্থা দিবসটি পালন করছে, যা দিন দিন বিস্তৃত হচ্ছে। ২০১০ সাল থেকে বাংলাদেশে পালিত হচ্ছে নদী দিবস।

শেয়ার