Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

রংপুরে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

০৪ মে, ২০২১ ৪:৫৬ অপরাহ্ণ
রংপুরে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
রংপুর প্রতিনিধি :

রংপুর জেলা ও মেট্রোপলিটন এলাকার কৃষকদের অ্যাপসের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) বিকেলে রংপুর সদর উপজেলা খাদ্যগুদামে ফিতা কেটে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। চালের সংগ্রহ মূল্য ধরা হয়েছে প্রতিকেজি ৪০ টাকা এবং ধানের ২৭ টাকা নির্ধারণ করা হয়ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান ছাড়াও উপস্থিত ছিলেন, রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমি, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অমূল্য কুমার, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পরিপত্র অনুযায়ী রংপুর সদর, মিঠাপুকুর ও তারাগঞ্জ উপজেলায় কৃষক অ্যাপের মাধ্যমে লটারী করে ধান ক্রয় করা হবে। স্বাস্থ্যবিধি মেনে ধান সগ্রহে খাদ্য বিভাগ ও প্রশাসন কৃষকদের সহযোগিতা করবে। এছাড়া মিলারদের কাছ থেকে ২৮ হাজার মেট্রিক টনের উপরে চাল ক্রয় করা হবে। সবার সহযোগিতা থাকলে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে বলে জানান তিনি।

এবার রংপুর জেলায় ২৭ টাকা কেজি দরে ১৭ হাজার ৪০৩ মেট্রিকটন টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২৮ হাজার মেট্রিক টন চাল ক্রয় করবে  জেলা খাদ্য বিভাগ। এরমধ্যে রংপুর সদরে বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে ২ হাজার ১২৮ মেট্রিক টন এবং চাল ৪ হাজার ৩৯৫ মেট্রিক টন। সদরে ৭ মে থেকে ১৬ আগস্ট পর্যন্ত চাল ও ধান সংগ্রহ করা হবে। কৃষক অ্যাপসের মাধ্যমে ধান বিক্রয়ের আবেদনের সময়সীমা ১০ মে পর্যন্ত  নির্ধারণকরা হয়েছে।

 

🔹পুঁজিবাজারের সব রকম খবর পেতে জয়েন করুন –

BP News / BP Capital News / BP Capital Views / BP Stock News / BP ShareBazar News

শেয়ার