Top

১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা, প্রথম ওয়ান্ডে ২৩ মে

০৫ মে, ২০২১ ৪:৩৮ অপরাহ্ণ
১৬ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা, প্রথম ওয়ান্ডে ২৩ মে

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এই সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসবে লংকানরা। আগামী ২৩, ২৫ ও ২৮ মে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এই সিরিজের সব ম্যাচ হবে দিবা-রাত্রির।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

১৬ তারিখ বাংলাদেশে এসে তাদের থাকতে হবে দুইদিনের কোয়ারেন্টাইনে। ১৯ এবং ২০ মে মিরপুরের একাডেমি মাঠে নিজেদের প্রস্তুতি পর্ব সারবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর ২১ মে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা। এই ম্যাচের ভেন্যু সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।

এর আগে বাংলাদেশ ক্যান্ডিতে দুটি টেস্ট খেলে এসেছে। যেই সিরিজ তারা শেষ করেছে ১-০ ব্যবধানে হেরে।

শেয়ার