Top

বিকেলে দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ

০৬ মে, ২০২১ ২:৩৪ অপরাহ্ণ
বিকেলে দেশে ফিরছেন সাকিব-মোস্তাফিজ

মহামারি করোনাভাইরাস সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে আপিএলের এবারের আসর। তাই ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। সে অনুযায়ী আজ বিকেলে ভারত থেকে দেশে ফিরছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সবকিছু ঠিক থাকলে বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁ রাখার কথা দুজনের।

বৃহস্পতিবার (৬ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র  এখবর নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ইতোমধ্যেই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুই ক্রিকেটার। দুপুর ১টায় বাংলাদেশগামী চাটার্ড বিমানে উঠে বসেন সাকিব-মোস্তাফিজ।

দুজনই একই ফ্লাইটে আসছেন। তাদের খরচের কিছু অংশ বহন করছে দুজনের ফ্র্যাঞ্চাইজি।

দেশে ফিরলেও দুই তারকাকে থাকতে হবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। কোয়ারেন্টাইন পর্ব শেষ করেই দলের সঙ্গে যোগ দেবেন শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিতে। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৩ মে থেকে। সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শেয়ার