Top
সর্বশেষ

ঢাকাগামী কোচ কাউন্টার খোলার দায়ে জরিমানা

০৮ মে, ২০২১ ৩:৪৭ অপরাহ্ণ
ঢাকাগামী কোচ কাউন্টার খোলার দায়ে জরিমানা
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে ঢাকাগামী কোচ কাউন্টার খোলার দায়ে বাবলু এন্টারপ্রাইজকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৭মে) রাত ৯ টায় উপজেলার পৌর শহরে বাবলু কোচ কাউন্টার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টিকিট বিক্রি করতে থাকলে ভ্রাম্যমাণ আদালতে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। বর্তমান করোনা রোধকল্পে আন্তজেলা গণপরিবহন বন্ধ রয়েছে।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে আন্তজেলা পরিবহন চলাচল বন্ধ রয়েছে। অথচ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার জন্য টিকেট বিক্রি করছিল বাবলু এন্টারপ্রাইজ।

এদিকে  সরকারি নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহন করায় ২ বাস চালককে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর ব্রিজ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ। দিনাজপুর হতে ২টি বাস যাত্রী নিয়ে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করলে তাদের আটক করে জরিমানা করা হয়।

শেয়ার