Top
সর্বশেষ

রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক নির্মাণ

১১ মে, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে সড়ক নির্মাণ
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহে শৈলকুপা উপজেলার কবিরপুর রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে নতুন মসজিদ পর্যন্ত চলছে ১ হাজার ৪শ’ মিটার দৈর্ঘ্যের রাস্তার নির্মাণকাজ। তবে, সড়কের মধ্যে ১৮টি খুঁটি রেখেই চলছে কাজ।

ঠিকাদার মতিয়ার রহমান জানান, খুঁটি সরাতে বারবার বিদ্যুৎ অফিসসহ যথাযথ কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে ফোনে বা সরাসরি গিয়ে যোগাযোগ করা হলেও কাজ হচ্ছে না।

তবে বিদ্যুৎ বিভাগ বলছে-পৌর কর্তৃপক্ষ প্রাথমিকভাবে যে বাজেট দিতে চেয়েছে তাতে খুঁটি সরানো সম্ভব নয়।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক প্রকৌশলী শামীম শরিফ বলেন, খুঁটি সরানো এবং খুঁটি স্থাপন করতে প্রায় ২লাখ ৮৫ হাজার টাকার প্রয়োজন। প্রাথমিকভাবে যে বাজেট দেয়া হয়েছিল সেই বাজেটে এই কাজ শেষ করা সম্ভব হচ্ছেনা।

খুঁটি সরাতে দুই বিভাগের মধ্যে আলোচনা চলছে এবং দ্রুত খুঁটি সরানোর কাজ শুরু হবে বলে জানিয়েছে শৈলকুপা পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম।

রাস্তা থেকে খুঁটি না সরালে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই দ্রুত খুঁটি অপসারণের দাবি স্থানীয়দের।

শেয়ার