Top
সর্বশেষ

চাঁদপুরে ‘এগ্রো-টেক ফার্মে’ সন্ত্রাসীদের হামলা

১৬ মে, ২০২১ ১২:৪২ অপরাহ্ণ
চাঁদপুরে ‘এগ্রো-টেক ফার্মে’ সন্ত্রাসীদের হামলা
বিশেষ প্রতিনিধি :

এগ্রো-টেক ফার্ম চাঁদপুর ব্রাঞ্চে শনিবার (১৫মে) সকালে ৮/১০ জনের একটি দল সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ফার্মের ভিতরে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে এগ্রো-টেক ফার্মের ম্যানেজার জসিম উদ্দিন খোকন ও মোহাম্মদ তানজিল মারাত্মকভাবে জখম হয়। হামলাকারীরা দা দিয়ে ম্যানেজার জসিম উদ্দিন খোকনের  মাথায় কোপ দেয়। এতে তিনি মারাত্মকভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তাঁর অবস্থা আশংকাজনক।

এগ্রো-টেক ফার্ম লিঃ এর পরিচালক মোঃ মাইনুল হাসান দুলন বলেন, ‘স্থানীয় একদল মাদকাসক্তচক্র বিভিন্ন সময় ফার্মের কার্যক্রমকে ব্যাহত করার জন্য চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তারা চাঁদা দাবি করে, কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুরাহা করায় তারা সেভাবে সুযোগ করতে পারেনি। তবে গতকাল ফার্মের কর্মীরা যখন ফার্মের ভিতরে কাজ করছিল তখন তারা একদম অতর্কিতভাবে ফার্মের ভিতরে ঢুকে কর্মীদের উপর ঝাপিয়ে পড়ে।’

গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। যার নং- ৩০।

মামলায় ৯ জনের নাম উল্লেখ করে মোট ২০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, ইয়াছিন মিজি (২৭ ) পিতা জাফর মিজি,  রাছেল মিজি (৩০), পিতা ফারুক মিজি,  নাজির মিজি (১৯), পিতা কালু মিজি, রায়হান মিজি (২১), পিতা ফারুক মিজি, সামছু মিজি (২০), পিতা শরীফ মিজি,  ইলিয়াস মিজি (৩০), পিতা মৃত নুরু মিজি,  মামুন মিজি (২২), পিতা সুলতান মিজি, হাসান হরকার (২৫), পিতা ইসমাইল হরকার,  নাছির হোসেন (২৫), পিতা কালু মিয়াজী, সব সাং- কুমুরোয়া, পোঃ ফরক্কাবাদ, থানা ও জেলা- চাঁদপুরসহ আরো অজ্ঞাত ১০/১২ জন।

চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ বলেন, আমরা খুব দ্রুতই সকল আসামিকে ধরার চেষ্টা করছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। ইতোমধ্যে আমরা ২ জনকে ধরতে সক্ষম হয়েছি।  যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাঁদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

শেয়ার