Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ক্যাম্পেইন

১৭ মে, ২০২১ ১:৪০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ক্যাম্পেইন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে মহামারী করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন, মাস্ক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমাবার (১৭ মে) দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে শহরের চৌরাস্তায় জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন, মাস্ক ও লিফলেট বিতরণ সেই সাথে জনসচেতনতামূলক মাইকিং করা হয়।

‘মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, করোনা মুক্ত থাকুন’ এই শ্লোগানে ক্যাম্পেইন চলাকালে বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার, আধুনিক সদর হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. শাহজাহান নেওয়াজ, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. শিরিন আকতার পপি, ডবিউএইচও’র এসআইএমও ডা. সিফাত জাহান, মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন, ডা. আফরিন নাজনীন, স্যানেটারি ইন্সপেক্টর অশীষ কুমার সাহা, ডিএইচআই মাহফুজা পারভীন প্রমুখ।

এ সময় পথচারীদের মাঝে মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। রংপুর বিভাগের ৮টি জেলার মোট ৫৮টি উপজেলায় এ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে বলে জানান সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার। এরই ধারাবাহিকতায় পৌর শহরের চৌরাস্তা, ঠাকুরগাঁও রোডসহ বিভিন্ন স্থানে একই সাথে প্রতিটি উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার