Top
সর্বশেষ

কোটালীপাড়ায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো ‘জ্ঞানের আলো পাঠাগার’

১৭ মে, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো ‘জ্ঞানের আলো পাঠাগার’
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো ‘জ্ঞানের আলো পাঠাগার’। এই সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্রেন টিউমারে আক্তান্ত এসএসসি পরীক্ষার্থী শেখ শাওন মুন্নার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ দিয়ে মুন্নার চিকিৎসা সম্পন্ন করে। চিকিৎসা খরচ শেষে অবশিষ্ট ১ লক্ষ ৪৪ হাজার ৬৯৪ টাকা মুন্নার পরিবারের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৭ মে) দুপুরে মুন্নার পরিবারের হাতে এ অর্থ তুলে দেয় জ্ঞানের আলো পাঠাগার কর্তৃপক্ষ। শেখ শাওন মুন্না তারাশী গ্রামের আবদুল হালিম শেখের ছেলে।

এ সময় কোটালীপাড়া থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু, আওয়ামী লীগ নেতা ইউনুছ শেখ, শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি লিটন শেখ, পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

শেয়ার