Top
সর্বশেষ

হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও মানববন্ধন

১৯ মে, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ
হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ ও মানববন্ধন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের হিমাগারগুলিতে আলু রাখার জন্য ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলু চাষি ও আলু ব্যবসায়ীরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করেছে। তারা শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে।

বুধবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলার আলুচাষি ও ব্যব্যবসায়ীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।

জেলার আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, কৃষি সম্পাদক সুলতান মাহমুদ সুজন, উপদেষ্টা রফিক, বিএডিসি আলু চাষী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুর ইসলাম, যুগ্ম সম্পাদক সারোয়ার কাওসার মানিক, উপদেষ্টা মোজাহারুল ইসলাম, আদর্শ আলু চাষী লিপু প্রমুখ।

বক্তারা অন্যান্য জেলার হিমাগারের তুলনায় বস্তা প্রতি আলু ১৮০ টাকা থেকে সর্বোচ্চ ২১০ টাকা নেওয়া হচ্ছে। অথচ ঠাকুরগাঁওয়ের হিমাগারগুলি ৩শ থেকে ৩২০ টাকা পর্যন্ত বস্তা প্রতি ভাড়া নির্ধারণ করেছে। তারা এই ভাড়া কমানোর জন্য জেলা প্রশাসক ও হিমাগারের মালিকদের প্রতি আহবান জানান। এই দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

শেয়ার