Top
সর্বশেষ

সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন

১৯ মে, ২০২১ ২:০৯ অপরাহ্ণ
সাংবাদিক রোজিনাকে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন
চাঁদপুর প্রতিনিধি :

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর শহরের কালিবাড়ী শপথ চত্বরে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন-সাবেক সভাপতি কাজী শাহাদাত, টিআইবি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারফ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারন সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহীন, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসান উল্লাহ।

আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক অধ্যাপক দেলোয়ার আহমেদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি আলম পলাশ, দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল-ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, সাধারণ সম্পাদক কে এম মাসুদ প্রমূখ, দৈনিক চাঁদপুর প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ইব্রাহিম রণি প্রমুখ।

বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থার ঘটনার সাথে জড়িতদের শাস্তিমূলক ব্যবস্থা এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে চাঁদপুর জেলা সদরে কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশনের জেলা প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

শেয়ার