Top
সর্বশেষ

ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৯

২০ মে, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
ভারতে প্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৯
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পারাপার থেমে নেই। প্রতিদিন মানুষ বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষ উদ্বেগের মধ্যে পড়েছে। এদিকে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বৃহস্পতিবার নারী ও শিশুসহ ৯ জনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২০ মে) ভোর রাতে উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বর্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু বাংলাদেশি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার খবর পেয়ে বিজিবি সলেমানপুর গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২ পুরুষ, ৩ নারী ও ৪ জন শিশুকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, পিরোজপুর ও নড়াইল জেলায়। এ ঘটনায় মহেশপুর থানায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার