Top
সর্বশেষ

সাব্বির-কায়সার হামিদের বিপক্ষে গোলরক্ষক মেয়র আতিক

২৪ মে, ২০২১ ৪:১৯ অপরাহ্ণ
সাব্বির-কায়সার হামিদের বিপক্ষে গোলরক্ষক মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নিজে ভলিবল ফেডারেশনের সভাপতি। ভলিবলের সঙ্গে থাকলেও ফুটবলের প্রতি তার রয়েছে অনেক ভালোবাসা। ব্যস্ততার ফাঁকে সময় পেলেই উত্তরায় বিকেলে ও রাতে ফুটবল খেলেন তিনি।

গতকাল রোববার উত্তরার ৪ নম্বর সেক্টরের মাঠে মোহামেডানের সাবেক ফুটবলারের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র একাদশ এক প্রীতি ম্যাচ খেলে। যেখানে ঢাকা উত্তরের মেয়র আতিক ছিলেন গোলরক্ষকের দায়িত্বে।

মোহামেডান মাস্টার্সের হয়ে খেলেছেন ইমতিয়াজ সুলতান জনি, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির, শফিকুল ইসলাম মানিক, কায়সার হামিদের মতো এক সময়ের মহাতারকা ফুটবলাররা।

মোহামেডানের নব-নির্বাচিত পরিচালক শফিউল ইসলাম মহিউদ্দিন ঢাকা উত্তর মেয়র একাদশের হয়ে অধিনায়কত্ব করেছেন। অধিনায়ক নিজে গোল করেছেন। ৫-৩ গোলের ম্যাচে শফিউল ইসলাম মহিউদ্দিন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ম্যাচ শেষে নৈশভোজে মিলিত হন তারা। যেখানে উপস্থিত ছিলেন বিজিএমইএর নতুন সভাপতি ফারুক হাসান।

মোহামেডানের পরিচালক ও ফুটবল কমিটির সেক্রেটারি আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, ‘আমরা বর্তমান দলের পাশাপাশি মাস্টার্স দল নিয়ে মাঝে মধ্যে প্রীতি ম্যাচ খেলব। আজকের এ ম্যাচের ফলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে মোহামেডানের সৌহার্দ্যতা আরো বাড়ল।’ মোহামেডানের মাস্টার্স দলের দেশের বাইরেও খেলার পরিকল্পনা রয়েছে।

শেয়ার