Top
সর্বশেষ

চাঁপাইনবাবগঞ্জে আরও ১৩১ জনের করোনা সনাক্ত, লকডাউন চলছে

২৬ মে, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে আরও ১৩১ জনের করোনা সনাক্ত, লকডাউন চলছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ঘোষিত ৭দিনের লকডাউন চলছে। বুধবার (২৬ মে) লকডাউনের দ্বতীয় দিনেও সকাল থেকে দুরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। আভ্যন্তরিন রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউনের কারনে
জেলা থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। পন্যবাহি ট্রাক ছাড়া অন্য যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

শহরে ওষুধ, মুদিখানা দোকন ছাড়া বিভিন্ন বিপনিবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তায় সাধারন মানুষের চলাচল তেমন চোখে পড়ার মত নয়। এদিকে লকডাউন কঠোরভাবে কার্যকরে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট ও পুলিশ মাঠে তৎপর রয়েছে। শহরের ২৭টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে। শহরে পুলিশের টহল টিমও রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২১২ জনের নমুনা পরীক্ষায় ১৩১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় ১১ দফা নির্দেশনা দিয়ে জেলা জুড়ে সোমবার রাত ১২টা থেকে আগামী এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন।

শেয়ার