Top
সর্বশেষ

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে নৌ চলাচল শুরু

২৮ মে, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ণ
শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে নৌ চলাচল শুরু

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে বন্ধ ছিল ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল। দীর্ঘ সময় বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল থেকে আবারও পুরোদমে নৌ চলাচল শুরু হয়েছে।

এর আগে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে গত বুধবার দেশের সব নদীবন্দর থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এ ছাড়া নদী উত্তাল থাকায় গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ করে দেওয়া হয় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল।

বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের পোর্ট অফিসার শাহাদাত হোসেন বলেন, ‘আজ সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে প্রায় ৬৫ ঘণ্টা বন্ধ থাকার পর আজ সকাল ১০টার দিকে আবহাওয়া উন্নতির দিকে থাকায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়। বর্তমানে এই নৌপথে ৮৭টি লঞ্চ চলাচল করছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার রাতে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়। নদীর ঢেউ ও ঝড়ো হওয়া কেটে গেছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। নৌপথে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।’

শেয়ার