Top

বেরোবি’র উপাচার্য কলিমুল্লাহ’র হাজিরা খাতা প্রকাশ্যে

০৩ জুন, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
বেরোবি’র উপাচার্য কলিমুল্লাহ’র হাজিরা খাতা প্রকাশ্যে
রংপুর প্রতিনিধি :

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিমুল্লাহ’র হাজিরা খাতা প্রকাশ্যে টানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা- কর্মচারিদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ।

সংগঠনটির টানানো হাজিরা খাতায় দেখা যায়, উপাচার্য তার চার বছরের পূর্ণ মেয়াদে ১৪৪৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত ছিলেন মাত্র ২৪০ দিন।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটের প্রবেশ পথে ও শেখ রাসেল মিডিয়া চত্বরে ২ টি বৃহৎ আকৃতির হাজিরা খাতা টাঙ্গানো হয়। হাজিরা খাতায় উল্লেখ করা হয় উপাচার্য অধ্যাপক ড নাজমুল আহসান কলিমুল্লাহর নিয়োগ হয় ২০১৭ সালের ১লা জুন এবং তার মেয়াদ পূর্ণ হয় ২০২১ সালের ৩১শে মে। এতে চার বছরে উপাচার্য ১৪৪৭ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ২৪০ দিন। আর অনুপস্থিত ছিলেন ১২০৭ দিন।

অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান জানান, উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ তার চার বছরের মেয়াদে ১৪৪৭ দিনের মধ্যে ক্যাম্পাসে উপস্তিত ছিলেন মাত্র ২৪০ দিন। এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা হাজিরা খাতার মাধ্যমে রাষ্ট্রকে তার অনিয়মের নমুনা দেখাতে চেষ্টা করেছি। রাষ্ট্র সকল বিশ্ববিদ্যালয়ের লিয়াজো অফিস বন্ধের নির্দেশ দিয়েছে অথচ তিনি তা উপেক্ষা করে ঢাকার লিয়াজো অফিস খোলা রেখে এখনো দুর্নীতি করে যাচ্ছেন।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান বলেন, উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়টিকে যে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারই চিত্র এটি। শুধু উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ নয় তার সাথে থেকে সঙ্গবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংসে সহযোগীতা করেছে যারা তাদেরও শাস্তি দাবি করছি।

শেয়ার