Top

লকডাউনে থাকা চাঁপাইনবাবগঞ্জে আরও ১০৯ জনের করোনা শনাক্ত

০৪ জুন, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ
লকডাউনে থাকা চাঁপাইনবাবগঞ্জে আরও ১০৯ জনের করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৫ জনের। জেলা প্রশাসকের অফিস প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় ২৬২ জনের নমুনা পরীক্ষয় ১০৯ জনের পজেটিভ ফলাফল আসে। সুত্র আরো জানায়, রাজশাহীর পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ১৫১টি নমুনা পরীক্ষায় ৮০ জন শনাক্ত হয়েছে। আর জেলায় র‌্যাপিড এন্টিজেন্ট টেষ্টে ১০৬টি নমুনা পরীক্ষায় শনাক্ত ২৫ ও জিন এক্সপার্ট টেষ্টে ৫টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪।

আর এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো ২হাজার ২শ ৪০ জন। সুস্থ হয়েছে ১১২৯জন। আর এপর্যন্ত জেলায় মারা গেছে ৪৫ জন।

এদিকে জেলায় করোনার সংক্রমণ রোধে সর্বাত্মক লকডাউনের আজ ১১তম দিন চলছে। আজো ওষুধ, খাবার দোকান ও মুদিখানা ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ আছে। পন্যবাহী ট্রাক ছাড়া দুরপাল্লা ও অভ্যন্তরীন রুটের বাস চলাচল বন্ধ আছে। রাস্তায় মানুষের চলাচল তেমন নেই বললেই চলে। লকডাউন কার্যকর করতে পুলিশি তৎপর রয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে পুলিশের ২৭টি চেকপোষ্ট। জেলা প্রশাসন ঘোষিত এ লকডাউন আগামি ৭ তারিখ পর্যন্ত চলবে।

শেয়ার