Top

মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

০৭ জুন, ২০২১ ১:২৪ অপরাহ্ণ
মেঘনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ জেলে আনোয়ার ঢালীর (৫৫) মরদেহ উদ্ধার হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল ৭টার দিকে ওই এলাকার তপদার বাড়ীর সামনে মেঘনা নদীতে জেলের মরদেহ ভেসে উঠলে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর তপাদার পুলিশ ও নিহতের স্বজনদের খবর দেয়। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়।

আনোয়ার ঢালী চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা ঢালী বাড়ীর রশিদ ঢালীর ছেলে। বেঁচে যাওয়া জেলেরা হলেন নৌকার মালিক রব মীর (৬৫), খলিল পাটওয়ারী (৫৫) ও সফিক ছৈয়াল (৫০)।

কাটাখালী এলাকার ব্যবসায়ী মো. মহসিন মিয়া বলেন, রোববার (৬ জুন) দুপুর ১২টার দিকে জেলে রব মিয়ার নৌকায় ৪জন জেলে মেঘনা নদীর কাটাখালি এলাকায় বাজাপ্তি চরের পাশে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে যায়। নৌকা থাকায় ৩জন সাঁতরে উপরে চরে উঠতে সক্ষম হলেও আনোয়ার ঢালী পানিতে তলিয়ে যায়। প্রায় ১৯ ঘন্টা পরে তার মরদেহ ওই এলাকায় নদী পাড়ে ভেসে উঠে।

হানারচর ইউনিয়নের উত্তর গোবিন্দা এলাকার ইউপি সদস্য মো. বাসার বলেন, মরদেহ ভেসে উঠার খবর জানতে পেরে নিহত জেলে আনোয়ার ঢালীর বড় ছেলে শাহজাহান ঢালী কাটাখালি থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। বিষয়টি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজাকে জানানো হয়েছে। দুপুরের মধ্যে মরদেহ নামাজে জানাযা শেষে দাফন করা হবে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, জেলের মরদেহ পাওয়াগেছে জানতে পেরেছি। কিন্তু বিষয়টি নৌ পুলিশের। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) কামরুজ্জামান বলেন, ঘটনাটি আমি অবগত নই। খোঁজ খবর নিচ্ছি।

শেয়ার