Top

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পেট্রোল পাম্পের লক্ষ টাকা জরিমানা

১০ জুন, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পেট্রোল পাম্পের লক্ষ টাকা জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে এই বুধবার (৯ জুন) অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের পাশে অবস্থিত হাজী ফিলিং স্টেশনে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় পেট্রোল, অকটেন ও ডিজেল ৩টা মেশিনেই পরিমাপে কম দেওয়ায় ১লক্ষ টাকা জরিমানা করা হয়।

একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়ায় অবস্থিত মিশাম ফিড মিলসকে পণ্যের লাইসেন্স না থাকা, ওজন পরিমাপ মানদন্ডে ভুল ও মোড়কজাত সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা সর্বমোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে প্রসিকিউটর পরিদর্শক মো: শাহ আলম পলাশ খান, ফিল্ড অফিসার (সিএম) মোঃ সাখাওাত হোসেন এবং সিরাজগঞ্জ থানা ও সলঙ্গা থানা পুলিশ উপস্থিত ছিলেন।

শেয়ার