Top

কুমিল্লায় প্রবাসীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

১১ জুন, ২০২১ ৫:৩২ অপরাহ্ণ
কুমিল্লায় প্রবাসীদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় প্রবাসীদের উদ্যোগে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে চিকিৎসা প্রদান।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া-মহেশপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে এমন আয়োজন করা হয়। দিনভর চিকিৎসা সেবা চলে পালপাড়া আছিয়াগনি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে।

আদর্শ সদর উপজেলার পালপাড়া, মহেশপুর, বানাশুয়া, বালিখাড়াসহ আশেপাশের বিভিন্ন গ্রামের অন্তত দেড় শতাধিক সাধারণ মানুষ এ সেবা গ্রহণ করেন।

চিকিৎসা সেবা নিতে আসা আবদুল জলিল জানান, তার বয়স হয়েছে। খুব বেশী হাটা চলা করতে পারেন না। বাড়ীর কাছে ফ্রি চিকিৎসা পেয়ে আনন্দিত তিনি।

ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা দেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক  মোহাম্মদ মেহেদী হাসান ভুঁইয়া। তিনি  জানান, যারা সেবা নিয়েছেন তাদের বেশীর ভাগেরই অনেক বয়স হয়েছে। যাদের চলাচল করতে অনেক সমস্যা হয়। শুক্রবার তারা বাড়ী থেকে চিকিৎসা নিতে চলে আসেন। তাদের দৈনন্দিন শারিরীক  যেসব সমস্যায় ভুগেন সেসব বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেছি। তাদের জন্য ব্যবস্থাপত্রে ঔষধ লিখে দিয়েছি।

পালপাড়া-মহেশপুর প্রবাসী কল্যাণ সংগঠনের সদস্য তোফায়েল আহমেদ জানান, মানুষের সেবা করার উদ্দেশ্যে সংগঠনটি গঠন করা হয়েছে। সংগঠনটি সৃষ্টির পরেই করোনাকালে মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরীতে অনুদান প্রদান, কন্যাদায়গ্রস্থ বাবার পাশে দাড়ানো, সমাজের গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়াসহ নানান সামাজিক কর্মকাণ্ড করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার যোগ হলো ফ্রি চিকিৎসা দেয়া।

ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন পালপাড়া আছিয়াগনি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচএমএস আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম বাবু, সংগঠক মোঃ নাসির আহমেদ, মোঃ ছন্দু মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

শেয়ার