Top

জবি প্রেসক্লাবের গবেষণা বিষয়ক লাইভ রোববার

১২ জুন, ২০২১ ৫:২৯ অপরাহ্ণ
জবি প্রেসক্লাবের গবেষণা বিষয়ক লাইভ রোববার
জবি প্রতিনিধি :

‘গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণ’ শীর্ষক আরও একটি লাইভ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মরত প্রগতিশীল চিন্তাধারার সাংবাদিকদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’।

রোববার (১৩ জুন) রাত ৮টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার হবে।

সংগঠনের সিনিয়র সদস্য নোমান আল আবদুল্লাহ’র সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরে আলম আব্দুল্লাহ।

এর আগে গত ২৯ মে ‘শিক্ষার্থীদের চলমান সংকট নিরসন ও শিক্ষার্থীদের করণীয়’ একটি লাইভ যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল এবং সবশেষ গত ৫ জুন ‘জবির নতুন দিনের স্বপ্ন ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ শীর্ষক লাইভে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম। দুটি লাইভ প্রোগ্রাম ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ -এর ফেসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।

শেয়ার