Top

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

১৩ জুন, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট
টাঙ্গাইল প্রতিনিধি :

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনার কারণে মহাসড়‌কে প্রায় ১৫ কিলো‌মিটার এলাকা জু‌ড়ে থে‌মে থে‌মে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়েছে। রোববার (১৩ জুন) ভোর থে‌কে মহাসড়‌কের বঙ্গবন্ধু পূর্ব সেতু থেকে টাঙ্গাই‌লের পৌলী পর্যন্ত গা‌ড়ির দীর্ঘ সা‌রি লক্ষ্য করা গেছে।

কোথাও কোথাও যানজ‌টের সৃ‌ষ্টি হ‌চ্ছে। ফ‌লে রাত থে‌কে ভোগা‌ন্তি‌তে পড়ে‌ছেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকরা। এ ছাড়া ঢাকামু‌খী কাঁচামাল বহনকারী পরিবহনগুলো বে‌শি বিপাকে পড়েছে। ত‌বে মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভাবিক কর‌তে হাইও‌য়ে পুলিশের পাশাপা‌শি সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের সদস্যরা কাজ করছেন।

বঙ্গবঙ্গু সেতু সূত্রে জানা যায়, ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর উপর দুর্ঘটনার কারণে এমনটা হয়েছে। পুলিশ ও চালকরা জানায়, রোববার (১৩ জুন) রাতে সেতুর উপর দুর্ঘটনা হওয়ায় মহাসড়কে গাড়ি ধীর গতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হয়। পরে ভোর থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়‌কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলেও তিনি জানান।

শেয়ার