Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-প্যারাগুয়ে

২৫ জুন, ২০২১ ১১:৫৭ পূর্বাহ্ণ
কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে-প্যারাগুয়ে

কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল আর্জেন্টিনা ও চিলি। শেষ দুই দল হিসেবে এবার তাদের সঙ্গী হলো উরুগুয়ে ও প্যারাগুয়ে। শুক্রবার বলিভিয়াকে হারিয়েছে উরুগুয়ে। আর টানা দুই বারের সাবেক চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে জিতে তাদের সঙ্গী প্যারাগুয়ে।

কুইয়াবার এরেনা পান্তানালে ৪০ মিনিটে জাইর কুইন্তেরোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় উরুগুয়ে। দ্বিতীয়ার্ধে খেলার ১১ মিনিট বাকি থাকতে ২-০ করেন এদিনসন কাভানি। একটি করে হার ও ড্রয়ের পর একমাত্র জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ানরা।

আরেক ম্যাচে প্যারাগুয়ে একই স্কোরে হারিয়ে দিয়েছে চিলিকে। ব্রায়ান সামুদিও ও মিগুয়েল আলমিরনের গোলে ৩ পয়েন্ট আদায় করেছে তারা। ৬ পয়েন্ট সংগ্রহে এখন দ্বিতীয় স্থানে প্যারাগুয়ে। আগামী মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার হাতছানি নিয়ে উরুগুয়েকে লড়বে তারা। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা একই দিন মুখোমুখি হবে বলিভিয়ার।

চার ম্যাচ খেলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের লড়াই শেষ করেছে চিলি, এখন তাদের অবস্থান তিনে।

শেয়ার