Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

২৭ জুন, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

ইতালির দুর্দান্ত পথচলা আটকাতে চেয়েছিল অস্ট্রিয়া। নির্ধারিত ৯০ মিনিটে জাল অক্ষত রাখলেও অতিরিক্ত সময়ে আর পারেনি। অস্ট্রিয়ার দুর্ভেদ্য রক্ষণ ভেঙে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি। তাতে অজেয় ইতালি ভেঙেছে নিজেরেই গড়া রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। তারা সবশেষ হেরেছিল ২০১৮ সালে, পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস লীগে। ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা। সব প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচ জিতল ১৯৬৮ সালের চ্যাম্পিয়নরা।

কিন্তু নকআউটে তো ড্র বলে কিছু নেই। হয় জিতো না হয় হেরে বিদায় নাও। কিন্তু রবার্তো মানচিনির দল তো হার কী জিনিস সেটাই ভুলে গেছে! অস্ট্রিয়া দুর্দান্ত লড়াই করেও আজ্জুরিদের সেই হারের কথা মনে করাতে পারল না। নির্ধারিত ৯০ মিনিটে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের লাগাম হাতে নিয়ে নিল ইতালি।

গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ডের সঙ্গে প্রতিপক্ষের জালে সাত গোল দিয়েছিল ইতালি।

ডেভিড আলাবার অস্ট্রিয়া ইতালিকে আটকানোর পরিকল্পনায় সফলই বলা যায়। তবে বদলি নামা ফেদেরিকো চিয়েসা ও মাত্তেও পেস্সিনাকে রুখতে পারেনি অস্ট্রিয়া। চিয়েসা ডেডলক ভাঙার পর ব্যবধান বাড়ান মাত্তেও পেস্সিনা। অস্ট্রিয়ার একমাত্র গোলটি করেন সাসা কালাজিচ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও বেলজিয়ামের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে ইতালি।

শেয়ার