Top
সর্বশেষ

২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

২৭ জুন, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি

ইতালির দুর্দান্ত পথচলা আটকাতে চেয়েছিল অস্ট্রিয়া। নির্ধারিত ৯০ মিনিটে জাল অক্ষত রাখলেও অতিরিক্ত সময়ে আর পারেনি। অস্ট্রিয়ার দুর্ভেদ্য রক্ষণ ভেঙে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ইতালি। তাতে অজেয় ইতালি ভেঙেছে নিজেরেই গড়া রেকর্ড। এই নিয়ে টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল দলটি। তারা সবশেষ হেরেছিল ২০১৮ সালে, পর্তুগালের বিপক্ষে উয়েফা নেশনস লীগে। ১৯৩৫ থেকে ১৯৩৯ পর্যন্ত সময়ে ৩০ ম্যাচে অপরাজিত থেকে আগের রেকর্ডটি গড়েছিল তারা। সব প্রতিযোগিতায় টানা ১২ ম্যাচ জিতল ১৯৬৮ সালের চ্যাম্পিয়নরা।

কিন্তু নকআউটে তো ড্র বলে কিছু নেই। হয় জিতো না হয় হেরে বিদায় নাও। কিন্তু রবার্তো মানচিনির দল তো হার কী জিনিস সেটাই ভুলে গেছে! অস্ট্রিয়া দুর্দান্ত লড়াই করেও আজ্জুরিদের সেই হারের কথা মনে করাতে পারল না। নির্ধারিত ৯০ মিনিটে ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ১০ মিনিটের ব্যবধানে দুই গোল করে ম্যাচের লাগাম হাতে নিয়ে নিল ইতালি।

গ্রুপ পর্বে শতভাগ জয়ের রেকর্ডের সঙ্গে প্রতিপক্ষের জালে সাত গোল দিয়েছিল ইতালি।

ডেভিড আলাবার অস্ট্রিয়া ইতালিকে আটকানোর পরিকল্পনায় সফলই বলা যায়। তবে বদলি নামা ফেদেরিকো চিয়েসা ও মাত্তেও পেস্সিনাকে রুখতে পারেনি অস্ট্রিয়া। চিয়েসা ডেডলক ভাঙার পর ব্যবধান বাড়ান মাত্তেও পেস্সিনা। অস্ট্রিয়ার একমাত্র গোলটি করেন সাসা কালাজিচ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে পর্তুগাল ও বেলজিয়ামের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবে ইতালি।

শেয়ার