Top

হাতের কব্জি কেটে দেওয়া ছাত্রলীগ কর্মীর মৃত্যু

০৭ আগস্ট, ২০২১ ২:৩১ অপরাহ্ণ
হাতের কব্জি কেটে দেওয়া ছাত্রলীগ কর্মীর মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: :

পটুয়াখালীর কলাপাড়া মিঠাগন্জ ইউনিয়ন ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলামের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দেয়াসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে জখম করায় মিঠাগঞ্জ রাকিবুল আজ শনিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করে পৃথিবী থেকে চলে গেলেন।

গত ২৮ জুলাই রাত নয়টার দিকে তেগাছিয়া বাজারের দক্ষিণ দিকে স্লুইস সংলগ্ন সড়কে আটকে বেধড়ক কুপিয়ে রাকিবুলের ডান হাতের কব্জি বরাবর কেটে বিচ্ছিন্ন করে দেয়া হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অঙ্গে বেধড়ক কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। এ ঘটনায় ১৭ জনের নামে মামলা হয়েছে। আরও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রাকিবুল ইসলামের মা রাহিমা বেগম ২৯ জুলাই রাতে কলাপাড়া থানায় মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভূক্ত আসামি নোমান হাওলাদার, খলিল হাওলাদার, নয়ন বয়াতী ও রুবেল সিকদারকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র। মামলায় ছাত্রলীগের মিঠাগঞ্জ ইউনিয়নের বহিষ্কৃত সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত রুবেল কে হেড কিলার হিসেবে আখ্যায়িত করছেন গ্রামের সাধারণ মানুষ।

ইউনিয়নের স্থানীয়রা জানায় , রায়হান ও তরিকুল কিশোরগ্যাং ও একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করেন । এরা দুজন মিঠাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন বাজারে , ও ইউনিয়ন জুড়ে দীর্ঘদিন ত্রাস করে আসছে। প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এরা মহড়া দেয়। সালিশ, সরকারি খাল দখল, মাছের ঘের দখল করাই হলো এ বাহিনীর কাজ।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে চার জনকে গ্রেফতার করা হয়েছে । বাকি আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার